বিসিএস ভাইভার জন্য ‘বিশেষ পরামর্শ’

  © প্রতীকী ছবি

৩৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পর্বের মৌখিক পরীক্ষা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষা প্রতি কার্যদিবসে সকাল ১০টায় শেরেবাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

সহকারী সার্জন পদে মোট ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন মৌখিক পরীক্ষা দিচ্ছেন। এই বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে।

সাধারণ বিসিএসে একজন প্রার্থীকে প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। মৌখিক পরীক্ষায় প্রিলি ও লিখিত পরীক্ষায় ন্যায় কোন নির্দ্দিষ্ট সিলেবাস নেই। মূলত এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে ব্যাপক প্রস্তুতি আর সাথে ভাগ্যও দরকার। 

বিসিএসের মৌখিক পরীক্ষা নিয়ে আজকের আয়োজন। মৌখিক পরীক্ষার বিষয়ে বিশেষ পরামর্শ দিচ্ছেন শিক্ষক ও লেখক ড. এমরান হুসাইন।

১. মৌখিক পরীক্ষার দিনের-সকালের প্রস্তুতি;
২. ভাইবা বোর্ডে সাথে নেওয়ার প্রয়োজনীয় জিনিস-পত্র ও ডকুমেন্ট;
৩. পোশাক-পরিচ্ছেদ, প্রসাধনী, ব্যক্তিগত আচরণ;
৪. ভাইবা বোর্ডে  স্নায়ুচাপ নিয়ন্ত্রণ রাখার উপায়;
৫. মুদ্রাদোষ বা অসতর্ক আচরণ;
৬. বোর্ডের মধ্যে শারীরিক গতিবিধি ও উত্তর দেয়ার ধরণ;
৭. যথার্থ উত্তরে বোর্ড সদস্যদের খুশি করার কৌশল;
৮. পাঠ্যাভ্যাসের তালিকা ও পরামর্শ;
৯. ভাইবা বোর্ড কর্তৃক সম্ভাব্য প্রশ্ন এবং,
১০. সম্ভাব্য পাঠ্যবিষয়ক পরামর্শ:

১. মৌখিক পরীক্ষার সকালের প্রস্তুতি ও বিপিএসসিতে গমনের সহযাত্রী: After having a fresh and sound sleep, just wake up as early as possible at the morning of your viva-voce date, complete essentials e.g., resting, brushing tooth, shaving, shower and wearing dress etc and then try to pray based on your faith. Just have light breakfast (vegetable is preferred). Try to reach at the BPSC at least one hour earlier of scheduled time of viva-voce and have one of your relatives/friends (same age and avoid parents) as accompany on the way to destination.

২. মৌখিক পরীক্ষায় সময় সাথে নেওয়ার প্রয়োজনীয় জিনিস-পত্র ও ডকুমেন্ট:
■ প্রবেশপত্র / বিপিএসসি কর্তৃক প্রেরিত মৌখিক পরীক্ষার চিঠি অনুসারে;
■ এক লিটার বিশুদ্ধ পানি;
■ কলম ও সাদা কাগজ বা ছোট নোট খাতা;
■ মোবাইল ফোন না নেওয়াটাই উত্তম;
■ খুচরা টাকা বা ভাংতি নোট (যাতে যাতায়াত ভাড়া দিতে সুবিধা হয়)।

৩. পোশাক-পরিচ্ছেদ, প্রসাধনী, ব্যক্তিগত আচরণ এবং সামাজিক সম্পর্ক:  

●    It is indispensable for candidate to be soft, polite and respectful to all of family members and relatives, and should render respect (salam) to their parents and ask for dua to be successful in the last hurdle of cadre service.

●    Be gentle and good mood with friends and try to avoid any sorts of interactions with complicated friends and try to avoid such a situation that might turn you upset, e.g., friend who really does not like you or could be jealous on your success. 

●    Wear very simple and smart-looking costume (new one is not required rather standard, clean and ironed), shoe, shocks and trouser are preferred black color with plain white or strife, off white, light blue or sky, or any other light color shirt.  Please do not wear casual T-shirt or half-shirt. Avoid exiting red or any other ridiculous odd-looking colorful dresses. Do not use hat and cap and do not be ball-headed before viva. Tie can be used but before that you should consider the temperature of the viva-voce day.

●    Use light-smelled perfume (if you could afford it), but do not go to men’s care for excessive good looking. Remember simple and ordinary but standard is the best way to attract good impression. Keep in mind that this is highly professional oral exam.

●    For female candidates, use simple and sober ornaments and light color three-pieces or shari (as you feel comfort but I would suggest to wear shari as this type of vive-voce is professional one), have light make-up yourself and do not use exiting perfume and costumes. No need to go to beauty parlor for too much prettiness and decoration, well you may go 2/3 days before your viva-voce day only for facial cleanliness/face treatment.

●    Eyebrow plucking, treating and manicure and pedicure are suggested if essential. Hizab can be used but Burka and eyes covering Nikab for such viva-voce is discouraged.

৪. ভাইবা বোর্ডে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ রাখা বা কমানোর উপায়: In front of the board members, your competent attitudes, convincing answers, views and vivid participation are very important to make them satisfy. Nervousness is a human temperament which you may have more or less depending on the circumstances and environment. If the board members are cordial and cooperative, you will feel more comfort and easy to express your answers smoothly. If they are rude and non-cooperative, you might have to have some phobia. Anyway, the behavioral patterns of the board members depend on your luck.

It has been found that some members are cooperative while some are aggressive in asking questions. You have to think yourself that your knowledge, skills and realm of data and information are certainly more advanced and extended than the board members have. You are up-dated while they are back-dated, you are modern and they are traditional. Your knowledge is vast but their knowledge is limited. Remember that you might not be able to give one or more answers rightly but in such a situation do not get lost and demoralized. It is quite impossible by wo/men to attain all knowledge in all sectors. That is why, nothing to be anxious if you could not response to their one or more questions.

৫. মুদ্রাদোষ বা অসতর্ক আচরণ থেকে বিরত থাকা:

● এক/দুই পা ঝাঁকানো বা কাঁপানো (Shaking legs)।
● ঘন ঘন মাথা বা শরীর নাড়ানো, স্বর ও শব্দের গতিবেগ (দ্রুত/মন্তর) ও মাত্রা (আস্তে/জোরে) সম্পর্কে সজাগ থাকুন।
● মাথা, নাক, চোঁখ, কান, হাত অথবা শরীরের কোনো অংশ না চুলকানো।
● দুই হাতের আঙ্গুল ফুটানো এবং ঘন ঘন দীর্ঘনিশ্বাস নেয়া থেকে বিরত থাকুন।
● একই শব্দ বার বার বলা বা মুদ্রাদোষগত শব্দ ব্যবহারে সতর্ক থাকুন।
● খুশ-খুশানী কাঁশি ও উচ্চ স্বরে হাসি দেয়া থেকে বিরত থাকুন।
● অপ্রাসঙ্গিক ও ব্যক্তিত্বহীন কথা না বলা এবং তর্কে জড়ানো থেকে বিরত থাকুন।

৬. বোর্ডের মধ্যে শারীরিক গতিবিধি ও উত্তর দেওয়ার ধরণ: Try to keep your face appearance as much as normal rather than artificial. Render your smartness and maturity by answers. Remember that ‘speaking styles’ are very vital to convince the board members. Your face appearance should indicate your innocency and honesty as because we often say that’ face is the index/mirror of mind’. If any members of the board become excited and fall down in anger, just say ‘I beg your pardon, sir’. Always try to avoid in expressing ridiculous sentences and do not involve unnecessary extraneous discussion. Remembers, unnecessary talks creates extra causalities. The more you express- the more chance to raise supplementary questions and that you have to deal with accurate answer. Therefore, it is advisable to talk few.

৭. যথার্থ উত্তরে বোর্ড সদস্যদের খুশি করার কৌশল:
চার ধরণের সঠিক উত্তরের মাধ্যমে বোর্ড সদস্যদের মনোযোগ আকর্ষণ করা যেতে পারে তথা পরীক্ষকদের প্রশ্নের উত্তর চার ধরণের উত্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

■ সংখ্যা বাচক উত্তর: যেমন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিল না? এ ধরণের প্রশ্নের উত্তর দিতে হবে সংখ্যায়)।
■ হ্যাঁ বোধক বা না বোধক উত্তর: যেমন, বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর তৎপরতা আছে কি? উত্তর হবে ‘হ্যাঁ বা না (এ ধরণের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই, যদি সম্পূরক প্রশ্ন করে- তবে অবশ্যই দিতে হবে)।

■ এক বাক্যের উত্তর: যেমন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য একজন বিদেশীকে ‘বীর প্রতীক’ উপাধী দেয়া হয় তাঁর নাম কি এবং তিনি কোন দেশের নাগরিক? এ ধরণের প্রশ্নের উত্তর দিতে হবে এক বাক্যে।

■ বিশ্লেষণমূলক বা ব্যাখ্যামূলক উত্তর: যেমন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি কি বুঝেন অথবা সাম্প্রতিক বিশ্বে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য কি ধরণের কৌশল বা পদক্ষেপ নেয়া যেতে পারে বলে আপনি মনে করেন? এ ধরণের প্রশের উত্তর অবশ্যই ব্যাখ্যা করতে হবে। উত্তর দেয়ার সময় নিম্মক্তো বিষয়গুলো মনে রাখা বাঞ্চনীয়।

● প্রশ্নকর্তার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে প্রশ্ন শুনুন এবং একই ভাষায় - তথা যে ভাষায় প্রশ্ন করবেন-সে ভাষায় উত্তর দিন।
● আঞ্চলিক বাংলা ভাষা (নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, পুরান ঢাকা, রাজশাহী ও অন্যান্য এলাকার) ও সাধু-চলিত ভাষার মিশ্রণ-উত্তর বর্জনীয়;
● ব্যক্তিগত সমস্যাদি না বলে শুধুমাত্র প্রশ্নের উত্তরে দিকে মনোযোগ দিতে হবে;
● প্রশ্ন শুনতে না পেলে, ভদ্রভাবে বলতে হবে (একই ভাষায় অর্থাৎ যে ভাষায় প্রশ্ন করে) ‘অনুগ্রহ পূর্বক আবার বলুন স্যার’, আর যদি ইংরেজিতে প্রশ্ন করে- তবে বলতে হবে  ‘could you please be kind to repeat it sir/madam’।
● উত্তরের পুনরাবৃত্তি করা যাবে না অর্থাৎ একই উত্তর বার বাব দেয়া দোষনীয়।
● আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে হবে, সঠিক উত্তর জানা না থাকলে বা উত্তরে দ্বিধাদন্ধ বা কিংকর্তব্যবিমূঢ়তা থাকলে-শুধু ভদ্রোচিতভাবে বলুন ‘দু:খিত স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না।
● যদি আপনার অনাকাঙ্গিত ঠান্ডাজ্বর বা সর্দি-কাশি থাকে এবং ভাইবা-বোর্ডে হাঁচি বা কাঁশি চলে আসে- টিস্যু পেপার বা রুমাল ব্যবহার করে সাথে সাথে বলুন ‘দু:খিত স্যার/ম্যাডাম’।

৮. পাঠ্যাভ্যাসের তালিকা ও পরামর্শ (লিখিত পরীক্ষার পর থেকেই):
● বিষয়ভিক্তিক অধ্যায়নের জন্য একটি পূর্ণাঙ্গ দৈনিক তালিকা তৈরী করুন;
● নিয়মিত ২টি বাংলা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকা পড়ুন (গুরুত্বপূর্ণ তত্ত্ব নোট রাখুন); নিয়মিত বিবিসি বাংলা রেডিও শুনুন।
● নিজ জেলা, পঠিত অনার্স বিষয়, নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নিজ এলাকার রাজনীতিবিদ, ঐতিহাসিক স্থান ও ব্যক্তিত্ব, নিজ নামের অর্থ ও বংশ-উপাধী সম্পর্কে ভালো করে জেনে নিন;
● দিনে অন্তত: ১ বার (৩০ মি.) ইংরেজি বিবিসি ও সিএনএন শুনুন;
● নিজের অনার্স ও মাস্টার্স বিষয়টি সপ্তাহে ১ দিন ভালো করে পড়ুন (নিজের অনার্স বিষয়ে লেখা বিভিন্ন বইয়ের ও লেখকের ৫টি নাম জেনে নিন);
● শিক্ষামূলক বিভিন্ন সেমিনার ও গোলটেবিল আলোচনায় অংশ নিন;
● নিয়মিত রেডিও ও টেলিভিশনের সংবাদ শুনুন (সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক কোনো বিতর্কিত বিষয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে নিজেকে ‘আপডেট’ রাখুন;
● বিদ্যমান সরকারের ১০টি সাফল্য সম্পর্কে জেনে নিন; সরকারের অতিরিক্ত প্রসংশা করা থেকে বিরত থাকুন-তাতে আপনার তৈল মর্দন প্রকাশ পেতে পারে।
● সরকারের সমালোচনা করা থেকে বিরত থাকুন (কারন, সাধারণত: বোর্ডে সরকারপন্থী পরীক্ষকরাই বেশি থাকেন);
● লাইব্রেরিতে পড়াশুনার অভ্যাস করুন (যদি আড্ডায় সময় অপচয় না হয়);
● নিদির্ষ্ট সময়ে ব্যাখ্যামূলক গ্রুপস্টাডি (২/৩ জন) করা ভালো-তবে লক্ষ্য রাখুন তা যেন আড্ডায় পরিণত না হয়।

৯. ভাইবা বোর্ড কর্তৃক সম্ভাব্য প্রশ্ন:
বোর্ড সদস্যদের প্রশ্ন মোট ৫ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এই ৫টি বিষয়ের বাহিরে অন্য কোনো বিষয়ে প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম:

■ বরফ গলানো প্রশ্ন: যেমন, নিজ নামের অর্থ, নিজেকে উপস্থাপন করা (সংক্ষেপে নাম, পেশা, লক্ষ্য, উদ্দেশ্য) এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, এমপি, ঐতিহাসিক স্থান অথবা পঠিত বিষয় ও প্রতিষ্ঠান, ইত্যাদি।

■ পছন্দের ক্যাডার সংশ্লিষ্ট প্রশ্ন : যেমন: কেন পররাষ্ট্র, প্রশাসন বা পুলিশ আপনার এক নম্বর পছন্দ? প্রথম তিনটি পছন্দের ক্যাডার সম্পর্কে বিস্তারিত টুকি-টাকি বিষয় সম্পর্কে সম্যক অভিজ্ঞতা অর্জন করুন। প্রথম ৩টি ক্যাডার পছন্দের কারণসমূহ পূর্বেই প্রস্তুত করে রাখুন।

■ পঠিত (অনার্স ও মাস্টার্স) বিষয়ভিত্তিক প্রশ্ন : উল্লেখ্য যে, আপনার পঠিত বিষয়ে যদি কোনো সদস্য বোর্ডে না থাকেন-তবে আপনাকে আপনার পঠিত বিষয় সম্পর্কে প্রশ্ন করার সম্ভাবনা কম। আর যদি আপনার পঠিত বিষয়ের কোনো অভিজ্ঞ সদস্য বোর্ডে থাকেন-তবে তিনি আপনার বিষয়ভিক্তিক অভিজ্ঞতা সম্পর্কে একটু বাঁজিয়ে দেখার সম্ভাবনা থাকবে।

■ জাতীয় রাজনীতি ও সমসাময়িক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্ন: সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আপনার মতামত জানতে প্রশ্ন করতে পারেন: যেমন, জাতীয় নির্বাচন, সহায়ক সরকার, ১৬তম সংশোধনী (পক্ষে-বিপক্ষে যুক্তি), অর্থ পাচার, খেলাপি ঋণ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের স্বাধীনতা, চিকুনগুনিয়া-ডেংগু জ্বর ও মশার উপদ্রব, নগরায়নের প্রভাব ও যানজট সমস্যা, কয়লা ভিক্তিক বিদ্যুত প্রকল্প, বাজেট ও ভর্তুকি, উগ্র জঙ্গিবাদ ও ধর্মীয় গোড়ামী, ইত্যাদি।

■ আন্তর্জাতিক বিষয়াবলী: যেমন, আইএস ও মধ্যপ্রচ্য সমস্যা, উত্তর কোরিয়ার আণবিক আগ্রাসনের হুমকি, পাক-ভারত ও চীন-ভারত সমস্যা, ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি চুক্তি, রোহিঙ্গা সমস্যা, মানব সম্পদ ও মানবপাচার, ইত্যাদি।

১০. সম্ভাব্য পাঠ্যবিষয়:
■ পঠিত অনার্স ও মাস্টার্সের বিভিন্ন বিষয়াবলী: You might be asked on any matters/aspects of your honors subjects but certainly it depends on the similar educational background of the members of the board. Suggested readings are: basic theories, key contributors, founders, experts, basic books and their writers, etc. 


■ রাজনীতি ও অর্থনীতি: National and international politics and economics are everywhere and this is an interesting subject in Bangladesh as well - as we are very politics-loving people. That is why; try to clear-up the concept of any political phenomena of national and international issues, key concepts of democracy, socialism, capitalism, tyranny, oligarchy, aristocracy, presidential, parliamentary, multi-party, two-party, single-party system, all regimes, constitution, ordinance, and amendments, executive, judiciary and legislative, independence of judiciary, EC, ACC, BPSC, war-criminals and ICT, political violence and persecution, Islamic extremism, media and so forth.  

■ অর্থনীতির মৌলিক ধারণাসমূহ: Demand, supply, elasticity, market, stock, dumping, budget, import – export, inflation and deflation, tax, TIN, VAT, revenue, fees, reserve funds, surplus and deficit budget, Govt’s sources of income and expenditure (at least 5 of each) and so forth. 

■ আন্তর্জাতিক বিষয়াবলী: Concept of state, world politics, uni-polar, bi-polar, multi-polar, MDG and SDG, All treaties, pacts, contracts, MOU, alliances, Super power, , Nordic states, climate change and global warming, water sharing, Gulf crisis and Arab Spring, wars against terrorism, IS, Arab League, International Organizations, SAARC, OIC, UNO, WB, IMF, EU, NATO, D8, G20, Saudi Alliance and etc.

■ তথ্য-যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান ও সমসাময়িক বিষয়াবলী: Socio-economic condition (GNP and GDP), administrative structure, legal, professional, natural, weather/climate, change, population, earth-quake, traffic jam, labor unrest, economic recession, high price of essential commodities, student politics, justice of war-criminals, recent political issues, water sharing with India, urbanization and its impact, political commitment and their implementation, science world, ICT, digital age and digitalization of administration, and so forth. 


সর্বশেষ সংবাদ