শিক্ষক নেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ PM
সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ২
বিভাগ: রসায়ন বিভাগ (ভৌত ও অজৈব)
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: সহকারী অধ্যাপক একটি ও প্রভাষক একটি।
বিভাগ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
আবেদন যেভাবে:
বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল বা সাময়িক সনদ ও নম্বরপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এ ছাড়া সরাসরি রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখায় জমা দিতে হবে।
আবেদন ফি:
আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৪ মার্চ ২০২৪, বিকেল চারটা পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে