লেকচারারসহ ৩৮ জন শিক্ষক নেবে গ্রিন ইউনিভার্সিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে লেকচারারসহ বিভিন্ন পদে ১০টি বিভাগে শিক্ষক নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর।
(১) বিভাগঃ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)
পদসংখ্যাঃ- ১০
* অধ্যাপক, ১ জন
* সহযোগী অধ্যাপক, ১ জন
* সহকারী অধ্যাপক, ৩ জন
* প্রভাষক, ৫ জন
(২) বিভাগঃ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
পদসংখ্যাঃ- ৫
* সহকারী অধ্যাপক, ১ জন
* প্রভাষক, ৪ জন
(৩) বিভাগঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যাঃ- ৩
* সহকারী অধ্যাপক (অ্যাপারাল ম্যানুফ্যাকচারিং)/প্রভাষক (অ্যাপারাল ম্যানুফ্যাকচারিং), ১ জন
* সহকারী অধ্যাপক (ফেব্রিক ম্যানুফ্যাকচারিং)/প্রভাষক (ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং), ২ জন
(৪) বিভাগঃ ইংরেজি এবং সিএলসিএস
পদসংখ্যাঃ- ৮
* সহযোগী অধ্যাপক, ইংরেজি সাহিত্য/ভাষাবিজ্ঞান, ১ জন
* সহকারী অধ্যাপক, ইংরেজি সাহিত্য/ভাষাবিজ্ঞান, ২ জন
* প্রভাষক, ইংরেজি সাহিত্য/ ভাষাবিজ্ঞান, ৪ জন
* প্রভাষক, বাংলা ১ জন
(৫) বিভাগঃ গ্রীন বিজনেস স্কুল
পদসংখ্যাঃ- ৪
* প্রভাষক, অর্থনীতি, ১ জন
* প্রভাষক, মার্কেটিং, ১ জন
* প্রভাষক, ব্যবস্থাপনা, ১ জন
* প্রভাষক, হিসাববিজ্ঞান, ১ জন
(৬) বিভাগঃ আইন
পদসংখ্যাঃ- ১
*প্রভাষক, ১ জন
(৭) বিভাগঃ সমাজবিজ্ঞান
পদসংখ্যাঃ- ২
* প্রভাষক, ২ জন
(৮) বিভাগঃ জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন
পদসংখ্যাঃ- ১
* প্রভাষক, ১ জন
(৯) বিভাগঃ সাইকো-সোশ্যাল কাউন্সেলিং ইউনিট
পদসংখ্যাঃ- ১
* প্রভাষক, মনোবিজ্ঞান, ১ জন
(১০) বিভাগ: সেন্টার অফ এক্সিলেন্স ফর টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল)
পদসংখ্যাঃ- ১
* প্রভাষক, এডুকেশন, ১জন
যোগ্যতাসমূহঃ-
অধ্যাপকঃ শিক্ষকতায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী, এমফিল বা সমমানের ডিগ্রিধারী অথবা অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, থাকছে না বয়সসীমা
সহযোগী অধ্যাপকঃ কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী, এমফিল বা সমমানের ডিগ্রিধারী অথবা অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
সহকারী অধ্যাপকঃ কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে পিএইচডি বা সমমানের ডিগ্রিধারী, এমফিল বা সমমানের ডিগ্রিধারী অথবা অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
প্রভাষকঃ আগ্রহী প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি পেয়ে থাকলে আবেদন করার প্রয়োজন নেই। যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অনলাইনে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে।
আবেদন করতে এবং বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
বেতন: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।