খাদ্য অধিদফতরে ১৩৭৭ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৩:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
খাদ্য অধিদফতর সম্প্রতি জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২২ ক্যাটাগরির পদে মোট ১৩৭৭ জনকে নিয়োগ দেবে। গত ১২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী বুধবার (১১ অক্টোবর) পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা:
১. উপখাদ্য পরিদর্শক-৩৫৬
২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৩
৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-১১
৪. উচ্চমান সহকারী-০৪
৫. ল্যাবরেটরি টেকনিশিয়ান-০৩
৬. মেকানিক্যাল ফোরম্যান-০৩
৭. ইলেকট্রিক্যাল ফোরম্যান-০২
৮. সহকারী উপখাদ্য পরিদর্শক-২২২
৯. অপারেটর-১৭
১০. সহকারী ফোরম্যান-০৩
১১. মিলরাইট-০৫
১২. ইলেকট্রিশিয়ান-১০
১৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৪৬
১৪. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-৬৮
১৫. ল্যাবরেটরি সহকারী-০২
১৬. সহকারী অপারেটর-৩৩
১৭. স্টেভেডর সরদার-০৬
১৮. ভেহিক্যাল মেকানিক-০৯
১৯. সহকারী মিলরাইট-০৭০৬
২০. মিল অপারেটিভ-১১৭
২১. সাইলো অপারেটিভ-১৪৪
২২. স্প্রেম্যান-
প্রতিটি পদে জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dgfood.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।