কালের কণ্ঠে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ মে

সাংবাদিক
সাংবাদিক  © প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। প্রতিষ্ঠানটি তাদের মাল্টিমিডিয়া বিভাগে হেড অব মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া রিপোর্টার, ভিডিও এডিটর এবং ক্যামেরাপারসন-সহ একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে অথবা পত্রিকার ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন। 

পদের নম: হেড অব মাল্টিমিডিয়া
পদসংখ্যা: ১টি

দায়িত্ব
১. ভিডিও কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি ও প্রয়োগ করা।
২. ভিডিও কনটেন্টের জন্য সেরা অনুশীলন গবেষণা করা, কিভাবে তা ডিজাইন বা পরিকল্পনা করা হবে এবং নানা মাধ্যমে ব্যবহার করবেন সে সম্পর্কে সমালোচনা ও সৃজনশীলতার সঙ্গে চিন্তাভাবনা করা। 
৩. সেরা সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোর (ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ভিডিও ইত্যাদি) সর্বোচ্চ ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করা।
৪. পরিকল্পনা অনুসারে স্ক্রিপ্ট লেখক, শিল্পী, ভিডিও নির্মাতা, প্রোগ্রামার, সাউন্ড ইঞ্জিনিয়ারসহ অন্যান্য কলাকুশলীর সঙ্গে যোগাযোগ করে চূড়ান্ত ভিডিও তৈরিতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা।
৫. বাইরের ভেন্ডরদের সঙ্গে সুসম্পর্ক ও কার্যকর যোগাযোগ অক্ষুণ্ণ রাখা।
৬. প্রতিদিন বিভিন্ন মাধ্যমে কনটেন্ট ফিডব্যাক পর্যবেক্ষণ করা, প্রয়োজনীয় বিষয়গুলোর নানা দিক উন্মোচন করা, প্রয়োগকৃত কৌশল বিশ্লেষণ করা এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য নিয়মিত প্রতিবেদন প্রস্তুত রাখা।
৭. বিষয়ভিত্তিক ভিডিও কনটেন্টের র‌্যাংকিং বা জনমত জরিপ করে দর্শক এনগেজমেন্ট কনটেন্ট তৈরি করা।
৮. বিভিন্ন ব্র্যান্ডের এক্সক্লুসিভ অফার, প্রোডাক্ট লঞ্চ, প্রোডাক্ট রিভিউ সংক্রান্ত কনটেন্ট সম্প্রচারে পরিকল্পনা প্রণয়ন করা।
৯. ভিডিও কনটেন্ট কন্ট্রিবিউটর পরিকল্পনা এবং অপারেটিং প্রসেস বাস্তবায়ন করা।
১০. কনটেন্ট উপস্থাপনায় আধুনিকতা এবং টেকনোলজির সমন্বয় নিশ্চিত করা।
১১. ভিডিও টিমের মাধ্যমে নিউজ বুলেটিন এবং নিউজ সম্প্রচার পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা।

অন্যান্য দায়িত্ব ও কর্তব্য: 
১। পেশাগত যোগাযোগ রক্ষায় প্রতিষ্ঠানকে সর্বোচ্চ উপায়ে সহযোগিতা করা।
২। প্রাতিষ্ঠানিক নিয়মশৃঙ্খলার প্রতি অনুগত থেকে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে অন্যদের তা মেনে চলতে উদ্বুদ্ধ করা।
৩। সহকর্মীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং সহযোগিতা করা।
৪। কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে প্রাতিষ্ঠানিক অন্যান্য প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা। 

যোগ্যতা
১। আগ্রহী প্রার্থীকে স্বীকৃত ও প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার। 
২। আধুনিক সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে।
৩। প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া কাজের ওপর ৫-৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া সৃজনশীল ও প্রযুক্তিগত দক্ষতা, চমৎকার আন্তঃযোগাযোগ ও উপস্থাপনা দক্ষতা, অন্যের কথা মনোযোগ সহকারে শোনার ও বোঝার ক্ষমতা, সঠিক সময়ে সাড়া দেওয়ার মানসিকতা, অন্যকে পরিষ্কারভাবে বোঝানোর সক্ষমতা, মাল্টিমিডিয়ার সমস্যা সমাধানের সক্ষমতা, সময় ব্যবস্থাপনা এবং প্রদত্ত প্রজেক্ট ব্যবস্থাপনা দক্ষতা, আধুনিক ও উন্নততর প্রযুক্তি প্রয়োগে অগ্রগামী ভূমিকা, জটিল তথ্য/বার্তা বোঝার এবং যোগাযোগের ক্ষমতা থাকতে হবে।

পদের নাম: মাল্টিমিডিয়া রিপোর্টার
পদসংখ্যা: ৬ টি

যোগ্যতা: 
১. আগ্রহী প্রার্থীকে স্বীকৃত ও প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অগ্রাধিকার। 
২. সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ইভেন্ট কাভার ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। সাবলীলভাবে বাংলা বলার সক্ষমতা থাকতে হবে। ভালো স্ক্রিপ্ট লেখার দক্ষতা থাকতে হবে। 
৩. আধুনিক সাংবাদিকতার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে।
৪. প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

পদের নাম: ভিডিও এডিটর
পদসংখ্যা: ২টি

যোগ্যতা:
১. আগ্রহী প্রার্থীকে স্বীকৃত ও প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 
২. ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজে পারদর্শী হতে হবে।
৩. ভিডিও এডিটর হিসেবে কোনো সংবাদমাধ্যমে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  
৪. পূর্বের কাজের ভিডিওর পোর্টফলিও আবশ্যক।

পদের নাম: ক্যামেরাপারসন
পদসংখ্যা: ২টি

যোগ্যতা:
১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।
২. সনি এনএক্স-১০০ সহ অন্যান্য ক্যামেরা চালানোয় পারদর্শী হতে হবে। 
৩. প্রয়োজনীয় প্রযুক্তিগত যোগ্যতা ও আধুনিক সাংবাদিকতা বিষয়ে ধারণা থাকতে হবে। 
৪. ক্যামেরাপারসন হিসেবে যেকোনো সংবাদমাধ্যমে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা : আলোচনা সাপেক্ষে।

আবেদন পাঠানোর শেষ তারিখ : ২০ মে ২০২৩

আবেদন যেভাবে: আগ্রহীদের এই ইমেইলে- hr@kalerkantho.com  সিভি পাঠিয়ে আবেদন করতে হবে অথবা আবেদনপত্র পাঠাতে পারেন এই ঠিকানায়-- কালের কণ্ঠ অফিস : প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence