আইইউটিতে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ১৭২৮ ডলার

কর্মী
কর্মী  © সংগৃহীত

সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের গাজীপুরে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। প্রতিষ্ঠানটির ৩টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)

পদের নাম: চিফ অব এস্টাব্লিশমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রি বা এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার বা সমপদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আরবি ও ফরাসি ভাষা জানা থাকলে ভালো। প্রার্থীদের ওআইসির সদস্যভুক্ত দেশের মুসলিম নাগরিক হতে হবে। যোগাযোগ ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৬ বছর

বেতন: মাসিক বেতন ৯৬০ থেকে ১৭২৮ মার্কিন ডলার (প্রতি ডলার ১০০ টাকা হিসাবে ৯৬,২০৪ থেকে ১,৭৩,১৬৮ টাকা)

অন্যান্য ভাতা ও সুবিধা: মাসিক বেতনের পাশাপাশি ক্যাম্পাসে যদি কেউ বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, বিশেষ মধ্যবর্তী ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

পদের নাম: লাইব্রেরিয়ান

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি/লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে ডেপুটি লাইব্রেরিয়ান পাঁচ বছর বা কোনো প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান পদে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আরবি ও ফরাসি ভাষা জানা থাকলে ভালো। প্রার্থীদের ওআইসির সদস্যভুক্ত দেশের মুসলিম নাগরিক হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৬ বছর

বেতন: মাসিক বেতন ৯৬০ থেকে ১৭২৮ মার্কিন ডলার (প্রতি ডলার ১০০ টাকা হিসাবে ৯৬,২০৪ থেকে ১,৭৩,১৬৮ টাকা)

অন্যান্য ভাতা ও সুবিধা: মাসিক বেতনের পাশাপাশি ক্যাম্পাসে যদি কেউ বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, বিশেষ মধ্যবর্তী ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইমাম

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক স্টাডিজে এমএ ডিগ্রি বা কামিল/সমমানের ডিগ্রি থাকতে হবে। কোরআনে হাফেজ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও আরবি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন: মাসিক বেতন ৪০০ থেকে ৯১২ মার্কিন ডলার (প্রতি ডলার ১০০ টাকা হিসাবে ৪০,০৮৫ থেকে ৯১,৩৯৪ টাকা)।

অন্যান্য ভাতা ও সুবিধা: মাসিক বেতনের পাশাপাশি ক্যাম্পাসে যদি কেউ বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, বিশেষ মধ্যবর্তী ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ইমাম পদের জন্য অনলাইনে আবেদনের পাশাপাশি আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি আইইউটিতে ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস অব দ্য চিফ অব এস্টাব্লিশমেন্ট, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর।

আবেদনের শেষ সময়: ১ ও ২ নম্বর পদের জন্য ১৫ ডিসেম্বর ২০২২ এবং ৩ নম্বর পদের জন্য ১৮ নভেম্বর ২০২২।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence