বাংলাদেশের বিশ্বকাপ শুরু আজ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৮:৩১ AM , আপডেট: ২৪ অক্টোবর ২০২২, ০৮:৩১ AM
অস্ট্রেলিয়ার হোবার্টে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের মধ্য দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
অস্ট্রেলিয়ার পেসবান্ধব বাকি মাঠগুলোর মতো হোবার্টের উইকেটও বাউন্সি। এর ওপর সেখানে অভিজ্ঞতা নেই দলের কারও। যদিও সাকিব একটি ম্যাচ খেলেছেন তবে তাতে আশানুরুপ তেমন কিছু হয়নি। প্রস্তুতি ম্যাচেও আফগানিস্তানের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। আর বাংলাদেশের এই দুর্বলতাকেই কাজে লাগাবে ডাচরা।
তবে দলে সবাই ফিট থাকাতে আশাবাদী সাকিব। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিব জানান, দেখুন, এখানে ১৫ জন খেলতে এসেছে। সবাই তৈরি এবং ফিট। প্রতিটি পজিশনে মানিয়ে নেওয়ার সক্ষমতা রাখে। আমি ব্যক্তিগভাবে চাই, সবাই সেটি পারবে ও খোলা মনে থাকবে। যাতে দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয়, সেখানে খেলার জন্য প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: আপনার একটি লাইকে জিতে যাবে বাংলাদেশ।
নিজেদের গত ১৮টি টি-টুয়েন্টি ম্যাচের মাত্র চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। সম্প্রতি নিউজিল্যান্ডে হতাশা ছড়ানো ত্রিদেশীয় সিরিজের পরে দলের লাইনআপে পরিবর্তন আনা হয়েছে আবারো। সাব্বির আর সাইফুদ্দীনকে বাদ দিয়ে নতুন করে যুক্ত হয়েছেন সৌম্য এবং শরীফুল।
অপরদিকে প্রথম দুই ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিত করে ফেলা ডাচরাও নিজেদের প্রতি আত্মবিশ্বাসী। তবে টাইগারদের বিরুদ্ধে নামার আগে চোট সমস্যা আছে তাদের। রলফ ফন ডার মারউয়ির পরিবর্তে দেখা যেতে পারে লোগান ফন বিককে।
আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ-
সম্ভাব্য একাদশ (বাংলাদেশ): সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।
সম্ভাব্য একাদশ (নেদারল্যান্ডস): স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিং সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন একারমান, টিম প্রিঙ্গল, ফন বিক, ফন ডার গুটেন, ফ্রেড ক্লাসেন, পল মিকেরেন।