মতিঝিল আইডিয়ালের বিজ্ঞপ্তি

সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ফি ৫ হাজার, প্রভাষক ৩ হাজার

০৯ অক্টোবর ২০২২, ০৯:০৪ AM
মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ © সংগৃহীত

বিতর্কিত জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। শিক্ষকসহ জনবল নিয়োগের এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই ফি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। প্রতিষ্ঠানটিতে সহকারী প্রধান শিক্ষকের জন্য আবেদন ফি নির্ধারণ হয়েছে পাঁচ হাজার টাকা। আর প্রভাষক ও সহকারী প্রোগ্রামারের জন্য তিন হাজার টাকা।

গত মঙ্গলবার (৪ অক্টোবর) স্কুল ও কলেজ শাখার ওয়েবসাইটের পাশাপাশি দুইটি জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, ১৪টি ক্যাটাগরিতে শিক্ষকসহ ১০০ জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী প্রধান শিক্ষক (বাংলা ও ইংরেজি মাধ্যম) এর জন্য আবেদন ফি ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। প্রভাষক ও সহকারী প্রোগ্রামারের জন্য আবেদন ফি ঠিক করা হয়েছে তিন হাজার টাকা। প্রদর্শক পদে আবেদন করতে গেলেই গুণতে হবে দুই হাজার টাকা।

অন্য ছয়টি (সহকারী শিক্ষক ও নার্স) পদে আবেদন ফি ঠিক করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। সর্বনিম্ন আবেদন ফি চতুর্থ শ্রেণির কর্মচারী পদের জন্য এক হাজার টাকা। সব আবেদন ফি অফেরতযোগ্য, যা ব্যাংক ড্রাফট করে জমা দিতে হবে। সহকারী প্রধান শিক্ষকের বেতন কাঠামো ২৩০০০-৫৫৪৭০ টাকা। এই পদে আবেদনের জন্য থাকতে হবে ১০ বছরের অভিজ্ঞতা। সে সঙ্গে ইংরেজিতে পাঠদান ও কথোপকথনে পারদর্শী হতে হবে।

প্রভাষক পদে বেতন কাঠামো ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা। একই বেতন কাঠামো সহকারী প্রোগ্রামারের ক্ষেত্রেও। প্রদর্শকের বেতন কাঠামো ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা। সহকারী শিক্ষক থেকে নার্স পর্যন্ত বেতন কাঠামো ১২৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

অন্যান্য পদের বেতন কাঠামো- অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর ৯৩০০-২২৪৯০ টাকা, ল্যাব সহকারী ৮৮০০-২১৩১০ টাকা, প্লাম্বার ৮৫০০-২০৫৭০ টাকা ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৮২৫০-২০০১০ টাকা। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিশেষ করে সহকারী প্রধান শিক্ষক ও প্রভাষক নিয়োগের আবেদন ফি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

ফেসবুকে শেয়ার করা নিয়োগ বিজ্ঞপ্তির পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুবই দরকার। কারণ তারা শুধুই টাকা ইনকামের জন্য এ বিজ্ঞাপন দেয় শিক্ষক নিয়োগের জন্য নয়।

সেখানে সবুজ আহমেদ নামে একজন কমেন্ট করেছেন, লাখো বেকারদের থেকে ফি নিয়ে শিক্ষককে বেতন দেওয়া যাবে সারাজীবন, এটা এক প্রকার বিজনেস।

শাকিবুল ইসলাম লিখেছেন, এতো টাকা আবেদন ফি! এটা বেকারদের সঙ্গে তামাশা ছাড়া আর কি? এদেশে যার যেমন ইচ্ছে তেমনি লুটেপুটে খাচ্ছে, কোনো জবাবদিহিতা নেই। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফাওজিয়া রাশেদী বলেন, এই ফি নির্ধারণ করেছে গভর্নিং বডি। আমি এসব বিষয়ে কিছু বলতে পারব না।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, এটা গভর্নিং বডির সর্বসম্মত সিদ্ধান্ত। পরীক্ষা নেওয়ার জন্য ডিজির একজন প্রতিনিধি আনব, তিনি হবেন ঢাকা কলেজের অধ্যক্ষ বা সিনিয়র কলেজের নামকরা লোক। ঢাকার ডিসির প্রতিনিধি আসবেন। প্রত্যেককে ভালো সম্মানী দিতে হবে। নাহলে কিন্তু তারা আসবেন না।

তিনি আরও বলেন, গত দুই-তিনটা নিয়োগ পরীক্ষায় আমরা যে ফি নিয়েছি, সেটাও কম ছিল না। কিন্তু তারপরও স্কুলের ফান্ড থেকে তিন থেকে চার গুণ ভর্তুকি দিতে হয়েছে। এবার যে ফি ধার্য করা হয়েছে, তারপরও আমাদের অর্থ কমিটির হিসাব, আমাদের এবার তিন থেকে চার গুণ না হলেও দ্বিগুণ ভর্তুকি দিতেই হবে। এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান। যারা পরীক্ষার্থী তাদের থেকে যদি আমি টাকা না নিই, তাহলে টাকাটা যাবে স্কুলের ফান্ড থেকে।

নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা
  • ১০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটির নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার স…
  • ১০ জানুয়ারি ২০২৬
চার শিক্ষার্থীর সমস্যার সমাধান করল জকসু প্রতিনিধিরা
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭ (তালিকাসহ)
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে
  • ১০ জানুয়ারি ২০২৬
নর্দান ইউনিভার্সিটির ৪২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9