চুয়েট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর পোশাকে নাৎসি প্রতীক, সমালোচনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ PM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে একজন পরীক্ষার্থী ভ্রূ কুঁচকে মনোযোগ সহকারে পরীক্ষা দিচ্ছে। কিন্তু তার পরনে নাৎসিদের স্বস্তিকা চিহ্ন বিশিষ্ট একটি হুডি।
সারা বাংলা পত্রিকা ছবিটি তুলে রেডিটে পোস্ট করার পর পরই আলোচনায় আসে। গত শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষার সময় ছবিটি তোলা হয়।
‘ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর পরিহিত নাৎসি পোশাক’ এই শিরোনামে পোস্টটি করা হয়। পোস্ট করার সাথে সাথেই এতে বিভিন্ন মন্তব্য করেন লোকজনরা।
ফাইভফিঙ্গারডিস্কো মন্তব্য করেছেন, ‘তাকে বিভ্রান্ত দেখাচ্ছে।’
অন্য একজন লিখেছেন, ‘আমি অবাক হচ্ছি সে এমন একটি চিহ্ন সম্বলিত পোশাক কেন পরিধান করবে, যেটি বিশ্বাস করে তার (পরীক্ষার্থীর) মতো কৃষ্ণাঙ্গরা অবমাননাকর সৃষ্টি; যাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।’
আরেকজন লিখেন, ‘আমার ধারণা পশ্চিমা বিশ্বে নাৎসিদের যে চোখে দেখা হয় সে সেরকম চোখে হয়ত বিষয়টিকে দেখছে না। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের মাধ্যমে পাকিস্তান এবং ভারত স্বাধীনতা লাভ করায় এটি তার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।’
নাৎসি আমলের সবচেয়ে পরিচিত প্রতীক হলো স্বস্তিকা। এ ছাড়া নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের আধা সামরিক বাহিনী এসএস প্রতীকও ব্যবহার করত। তাদের আর্মব্যান্ড ও পোশাকে এই চিহ্ন থাকত। এই বাহিনীই কনসেনট্রেশন ক্যাম্প পরিচালনা করত।
বাংলাদেশে, ফেসবুকে এমন কিছু দোকান আছে যারা নাৎসি প্রতীক বিক্রি করে।