জাতীয় পেনশন স্কিমে নতুন করে ১২ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫ মে ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
নতুন করে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক

নতুন করে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক © সংগৃহীত

জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমসমূহে রেজিস্ট্রেশন ও চাঁদা সংগ্রহের লক্ষ্যে নতুন করে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মে) আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দীন খান।

নতুন যুক্ত হওয়া ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি।

এর আগে আরও ১২টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল জাতীয় পেনশন কর্তৃপক্ষ। নতুন এই ১২টি ব্যাংকসহ মোট ২৪টি ব্যাংক এখন জাতীয় পেনশন স্কিম বাস্তবায়নে অংশীদার হলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে দেশের সব দেশীয় মালিকানাধীন ব্যাংকের সঙ্গে এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও পোশাক বিতরণ
  • ০৫ জানুয়ারি ২০২৬
এসওএইচও প্রকল্পের পঞ্চম ট্রান্সন্যাশনাল মিটিংয়ে এআইইউবির অং…
  • ০৫ জানুয়ারি ২০২৬
লিখিত দেওয়ার পরও সুর বদল ছাত্রদল প্যানেলের
  • ০৫ জানুয়ারি ২০২৬
আমাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ড দিয়েছে: সুরভী
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাসুমের ৫ উইকেটের ম্যাচের লজ্জার রেকর্ড নোয়াখালীর
  • ০৫ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসে কত আবেদন পড়ল
  • ০৫ জানুয়ারি ২০২৬