বাকৃবিতে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ   © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।

তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কিছু শিক্ষক-শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে। তাদের সুবিধার কথা বিবেচনা করে জামাতের সময় সকাল ৮টা নির্ধারণ করা হয়েছে


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!