বাকৃবিতে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়
- ০৯ জুন ২০২৫, ০১:০২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।
তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কিছু শিক্ষক-শিক্ষার্থী এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে। তাদের সুবিধার কথা বিবেচনা করে জামাতের সময় সকাল ৮টা নির্ধারণ করা হয়েছে