চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে তিন নির্দেশনা

০৮ মার্চ ২০২৫, ০৯:২৯ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে তিনটি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে আজ শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ঢাকা অঞ্চলের সিট প্ল্যান ফের দেখার অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ‘বি’ ইউনিটের ঢাকা অঞ্চলের পরীক্ষার্থীদের পুনরায় প্রোফাইল অথবা প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে সংশোধিত সিট প্ল্যান দেখার জন্য অনুরোধ করা হয়েছে। বি, সি ও ডি ইউনিট এবং বি-১ ও বি-২ উপ-ইউনিটের আবেদনকারীরা তাদের প্রোফাইলের Application Tab থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সব ইউনিটের আবেদনকারীরা পরীক্ষা শুরুর ৪৮ ঘন্টা আগে থেকে তাদের প্রোফাইল এবং প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে সিট প্ল্যান দেখতে পারবেন।

আরো পড়ুন: বুটেক্সের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.৫ শতাংশ

গত ১ মার্চ বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ। চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয় রয়েছে।

আগামী ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া বি-১ উপ-ইউনিটের ১০ মার্চ, বি-২ ১১ মার্চ ও ডি-১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চবি ক্যাম্পাসে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬