গুচ্ছ থেকে বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২২ PM
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের নির্দেশনার পরও একের পর এক বিশ্ববিদ্যালয়ের বের হয়ে যাওয়াকে নেতিবাচক হিসেবে দেখছেন তারা। যদিও শনিবার (২২ ডিসেম্বর) রাতে সভা করে গুচ্ছের পক্ষে থাকার কথা জানিয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এজন্য তারা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চান।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা উপদেষ্টা অনুরোধ করে উপাচার্যদের চিঠি পাঠিয়েছেন। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। বিষয়টি হতাশজনক।
মন্ত্রণালয়ের এ কর্মকর্তার ভাষ্য, দেশ এখন পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের মতো বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকার অনুরোধ করা হয়েছিল। তবে কিছু আর্থিক লাভের আশায় ইউনিভার্সিটিগুলো বেরিয়ে যাচ্ছে। এতে দরিদ্র এবং অসহায় পরিবারের সন্তানরা ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ বিষয়ে এই মুহূর্তে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়।’
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক চান, গুচ্ছ ভর্তি পদ্ধতি থাকুক। তবে গুচ্ছ থেকে বেরিয়ে একক পরীক্ষার উদ্যোগ নিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। একই পথ অনুসরণ করতে চায় কিছু বিশ্ববিদ্যালয়। ফলে গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে।
আরো পড়ুন: গুচ্ছের পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার দাবি
এ অবস্থায় শনিবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠক থেকে জানা গেছে, গুচ্ছের পক্ষেই আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চায়। পাশাপাশি গুচ্ছের কার্যক্রম কার্যক্রম দ্রুত শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা দাবি করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এমন নির্দেশনার আহবান জানিয়েছেন উপাচার্যরা। রাত ৯টায় ভার্চুয়ালি শুরু হওয়া এ সভা শেষ হয় সাড়ে ১১টার পর।
সভায় গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি প্রক্রিয়াতে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা চেয়েছে। গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় কঠোর নির্দেশনা পেলে গুচ্ছে ফিরে আসার কথা জানিয়েছে।