নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৮ শতাংশ
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৪:৪৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২২, ০৫:৩০ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৮ শতাংশ।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১৩৭ টি কক্ষে ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। পরিদর্শনের সময় উপাচার্য বলেন, সকলের সহযোগিতায় আমরা পরীক্ষা কার্যক্রম চালাচ্ছি। আমাদের কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮ শতাংশ পরীক্ষায় অংশ নিয়েছে। আর এ থেকেই প্রমানিত হয় যে, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
গুচ্ছপদ্ধতির এই পরীক্ষায় ২২টি সরকারি বিশ্ববিদ্যালয় দেশব্যাপী একযোগে ১৯ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের আয়োজন করে। বাকী দুইটি ইউনিট মানবিক (বি) ও বাণিজ্য (সি) বিভাগের পরীক্ষা আগামী ১৩ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।