গুচ্ছ ভর্তি পরীক্ষা: এক বিশ্ববিদ্যালয়ের কক্ষে থাকবে না ঘড়ি

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা   © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই এবং ১৩ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই তিনদিন দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কেন্দ্রে ১৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ১৩৭টি কক্ষে অনুষ্ঠিত হবে। তবে এত বেশি পরিমাণ কক্ষের কোনোটাতেই দেওয়াল ঘড়ির ব্যবস্থা রাখা হবে না।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, ‘যেসব কক্ষে ঘড়ি লাগানো আছে, সেগুলো থাকবে৷ আর যেসব কক্ষে নেই সেখানে ঘড়ি লাগানো হবে না। ঘড়ি থাকলে অনেক সমস্যায় পড়তে হয়। যেমন- সব কক্ষের ঘড়ি একই সময় দিতে পারবে না, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তাছাড়া ঘড়ি লাগানো, টাইম ফিক্স করা- এগুলো কিছুটা সমস্যার ব্যাপার।’

আরও পড়ুন : পরীক্ষার সময় ক্যাম্পাসে ঢুকতে পারবেন না ভর্তিচ্ছুদের অভিভাবকেরা

লিখিত বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষায় এবার মোট ২২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। দেশব্যাপী একযোগে ১৯ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ‘এ’ (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা ৩০ জুলাই (দুপুর ১২-১টা), ইউনিট ‘বি’ (মানবিক) ১৩ আগস্ট ও ইউনিট ‘সি’ (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষা আগামী ২০ আগস্ট একই সময়ে অনুষ্ঠিত হবে।’

জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ১৩৭টি কক্ষে ‘এ’ ইউনিটে ৮ হাজার ৫২৭ জন, ‘বি’ ইউনিটে ৭ হাজার ৭৮৩ জন ও ‘সি’ ইউনিটে এক হাজার ৫০৫ জন অংশ নেবেন।

তিনি আরও বলেন, ‘এ বছর নজরুল বিশ্ববিদ্যালয় ২৪টি বিভাগে এক হাজার ৮০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। কেন্দ্রে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কেন্দ্র প্রবেশের সীমিতকরণ করা হবে। বিভিন্ন সংগঠনকে তাদের প্রচারণার জন্য নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি করার অনুরোধ থাকবে।’


সর্বশেষ সংবাদ