ইউজিসি-উপাচার্যদের সভার পর জানা যাবে চবি ভর্তি পরীক্ষার দিনক্ষণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৪:০৫ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ০৪:০৫ PM
আগামী সপ্তাহে জানা যেতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা কখন হবে। আগামী ৭ ও ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে আসছে। এ সপ্তাহে ইউজিসি ও উপাচার্যদের সভা আছে। উপাচার্যদের সভার নির্দেশনার আলোকে আমরা ডিনস কমিটির সাথে বসবো। আর সেখানেই আমরা ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিবো।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে উপাচার্যদের সভা ৮ এপ্রিল
জানা যায়, ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে আগামী ৮ এপ্রিল উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় কোন বিশ্ববিদ্যালয় কবে তাদের ভর্তি পরীক্ষা নিতে চায় সে বিষয়টি অবহিত করবেন।
আরও পড়ুন: উপাচার্যদের সাথে ইউজিসির সভা ৭ এপ্রিল
ওইদিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ৭ এপ্রিল সভা ডেকেছে ইউজিসি। এদিন বেলা সাড়ে ১১টায় ইউজিসি ভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে উপাচার্যরা উপস্থিত থাকবেন।