চবির এ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনের জন্য লড়ছে ৫৬ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা  © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ১ নভেম্বর। দুই শিফটের পরীক্ষার প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ ইউনিটের পরীক্ষা চলবে ২ নভেম্বর পর্যন্ত।

এবার ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৫৬ জন।

এ ইউনিটের আজকের ইউনিটের ভর্তিচ্ছু ফেনী থেকে আসা শাহরিয়ার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে পরীক্ষা নিয়ে বলেন, প্রথম শিফটের প্রশ্ন আমার কাছে সহজ মনে হয়েছে। তবে বাংলা একটু কম ভরাট করেছি।

চবি'তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শাহরিয়ার বলেন, নিরাপত্তা এবং শৃঙ্খলা ব্যবস্থা ভালো মনে হয়েছে কিন্তু খাবারের অনেক সংকট এবং মান ভালো না। দূর থেকে আসা বন্ধুদের থাকা এবং খাওয়াতে অনেক ভোগান্তি সহ্য করতে হচ্ছে।

দ্বিতীয় শিফটের পরীক্ষায় ভর্তিচ্ছুরা সোয়া দুইটায় কেন্দ্রে প্রবেশ করবে। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে তিনটায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে দুপুর সাড়ে তিনটায়। পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

পরীক্ষার্থীদের জন্য শাটলের সময়সূচী:

চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে আসবে:

সকাল ৬টায়, সাড়ে ৬টায়, সাড়ে সাতটা, ৮ টা ১৫ মিনিটে , ৮টা ৪৫ মিনিটে, ৯টা ১৫ মিনিট , ১১টা ৪০ মিনিটে, দুপুর ১২ টায়, সাড়ে ১২টায়, বিকেল ৩টায়, ৪টায় ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশনে যাবে:

সকাল ৭টা ০৫ মিনিটে, সকাল ৭টা ৩৫ মিনিটে, সকাল ৮ টা ৪০ মিনিটে, সকাল ৯ টা ২০ মিনিটে, সকাল ১০টায়, দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে, বিকেল ৩টায়, বিকেল ৫টায়, বিকেল সাড়ে পাঁচটা ও রাত ৯টা ১০ মিনিটে নগরীর বটতলীর উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে।

সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে সামান্য সময় থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসবে। আর প্রতিটি ট্রেন বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আসতে আনুমানিক ১ ঘন্টা সময় লাগবে।


সর্বশেষ সংবাদ