চবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:৩০ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২১, ১২:৩০ PM
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) গিয়ে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে আজ শুধু ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
এরপর আগামী ১৪ অক্টোবর ‘সি’ ইউনিটের, ১৫ অক্টোবর ‘ডি’ ইউনিটের, ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটের এবং ২১ অক্টোবর বি১ ও ডি১ ইউনিটের ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত ভর্তির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা।
আগামী ২৭ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হবে। চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।