একই দিনে হচ্ছে না চবি ও সাত কলেজের ভর্তি পরীক্ষা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ একইদিন হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা ভেবে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট-এর তারিখ পরির্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি অক্টোবরের ৩০ তারিখের পরিবর্তে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিট-এর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনীতে ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত হয়েছিল। এতে অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা এই দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির আবেদন করেছেন তারা তারিখ পরিবর্তনের দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ৩০/১০/২০২১ তারিখের পরিবর্তে ১৩/১১/২০২১ শনিবার অনুষ্ঠিত হবে।