১৬ সালের এসএসসি পাস শিক্ষার্থীদের রিট

আদালতের সিদ্ধান্ত মেনে নেবে গুচ্ছ কমিটি

২৫ আগস্ট ২০২১, ০৭:২০ PM
গুচ্ছভুক্ত ভর্তিতে আদালতের সিদ্ধান্ত মানা হবে

গুচ্ছভুক্ত ভর্তিতে আদালতের সিদ্ধান্ত মানা হবে © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ২০১৬ সালে পাস করা এসএসসি বা সমমানের শিক্ষার্থীদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির যুগ্ম-আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

বুধবার (২৫ আগস্ট) ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কমিটির এক মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি জানিয়েছেন। হাইকোর্টের রুলের বিষয়ে অবস্থান জানাতে এ সভা আয়োজন করে কর্তৃপক্ষ।

গত ২১ জুন হাইকোর্টের জারিকৃত রুলের ​বিষয়ে মিটিংয়ের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আদালতের রুলের বিষয়ে আমাদের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে একটি জবাব দিচ্ছি। তারপরও যদি আদালত ২০১৬ সালে এসএসসি বা সমমানের শিক্ষার্থীদের নিতে বলে তখন আমরা নিয়ে নেবো।’

এর আগে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের ভর্তি পরীক্ষার জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমে ৩ মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ২০১৬ হতে ২০১৮ সালের এসএসসি বা সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি বা সমমান ডিপ্লোমা-ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন।

এরপর ২০১৬ সালের পরিবর্তে ২০১৭ সাল উল্লেখ করে ৩১ মার্চ আরেকটি বিজ্ঞপ্তি দেয়া হয়। এ কারণে ৩১ মার্চের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে ২০১৬ সালের শিক্ষার্থী আবির হাসানসহ ১২ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

সেই রিট আবেদনের প্রেক্ষিতে গত ২১ জুন সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা এসএসসি শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশ করা বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রুল জারি করে হাইকোর্ট।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬