এডমিশন ও চাকরির বইয়ে বিশাল ছাড় দিচ্ছে ‘ডিজিটাল রিড’, সারাদেশে ডেলিভারি

১২ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ডিজিটাল রিড

ডিজিটাল রিড © সৌজন্যে প্রাপ্ত

এডমিশন ও চাকরির বইয়ে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অনলাইন বুক স্টোর ‘Digital Read’-ডিজিটাল রিড। প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে একমাত্র তারাই চাকরি ও এডমিশন সংক্রান্ত আপডেটেড বইগুলো সবচেয়ে কম দামে দ্রুত সময়ে সারাদেশে ডেলিভারি দিচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই ১৫ দিনব্যাপী ‘স্পেশাল অফার (বিশেষ ছাড়)’ ঘোষণা করেছেন তারা; যা নভেম্বরের ২৫ তারিখ পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সাথে কথা বলে ‘Digital Read’-ডিজিটাল রিড যেসব ভোগান্তির বিষয় জানতে পেরেছে, এর অন্যতম হলো—প্রয়োজনীয় বই কিনতে অযাচিত সময় নষ্ট এবং সীমাহীন যানজট ও অতিরিক্ত যাতায়াত ভাড়ায় অতিরিক্ত ব্যয়। এছাড়া বেশি দামে বই কিনে ঠকার শঙ্কা তো রয়েছেই। এসব দিক আমলে নিয়েই শিক্ষার্থী বিশেষত ভর্তিচ্ছু ও চাকরি প্রার্থীদের মধ্যে প্রয়োজনীয় বই কিনতেও অনীহা তৈরি হচ্ছে।

মূলত এসব সমস্যার সমাধান নিয়েই কাজ করছে ‘Digital Read’; যাদের মূল উদ্দেশ্য অতিরিক্ত দাম না রেখে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীর হাতে বই ডেলিভারি দেওয়া। এজন্য রাজধানীর মধ্যে ২৪ ঘন্টা এবং এর বাইরে সারাদেশের জন্য সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, বিভিন্ন সময়ের সঙ্গে সুসম্পর্কের কারণে এডমিশন ও চাকরি সংক্রান্ত যেকোনো বই তাদের সংগ্রহে থাকে; যা সবচেয়ে ভালো ডেলিভারি কোম্পানির মাধ্যমে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার কাজটি করে থাকেন তারা।

`Digital Read’-এ যেসব বই পাবেন
এডমিশন ও চাকরির সকল বই তো থাকছেই; সেই সঙ্গে রয়েছে স্কুল-কলেজের একাডেমিক, ফিকশন এবং নন-ফিকশন বই। আছে খাতা-কলমসহ স্টেশানারি আইটেমও।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি উচ্চশিক্ষায় মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স এবং যুগোপোযোগী ক্যারিয়ার গড়তে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের প্রতিযোগিতার লড়াই বেড়েছে। এই দৌঁড়ে নিজেকে যোগ্যভাবে গড়ে তুলতে ভালো বইয়ের বিকল্প নেই। শিক্ষা পরিবারের পুরো এই যাত্রার নির্বিঘ্ন প্রস্তুতিতে সহযোগী হিসেবে থাকতে চায় ‘Digital Read’।

বিস্তারিত তথ্য ও বইয়ের অর্ডার দিতে ক্লিক করুন এই লিংকে

যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে …
  • ২৮ জানুয়ারি ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়…
  • ২৮ জানুয়ারি ২০২৬
একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তির কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage