মনের জোরে ভাঙা পা নিয়ে ভর্তি পরীক্ষা দিলেন রিয়াদ

স্ট্রেচারে করে রিয়াদকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান রেড ক্রিসেন্ট সদস্যরা
স্ট্রেচারে করে রিয়াদকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান রেড ক্রিসেন্ট সদস্যরা  © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় বাইক থেকে রাস্তায় পড়ে রিয়াদ মাহমুদের পা ভেঙে যায়। তাতে কী? নিজের মনোবল ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে হাজির হয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। লক্ষ একটাই, ‘এ’ ইউনিটের একটি আসন নিজের জন্য নিশ্চিত করা। 

শনিবার (২৭ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন রিয়াদ। দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা রিয়াদ জানান, বাইক এক্সিডেন্টে বাম পা ভেঙে যায় তার। তবে পরীক্ষা তো দিতে হবে। তাই ইজি বাইকে করে ক্যাম্পাসে এসেছেন তিনি। তার সিট পড়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে।

আরো পড়ুন: ‘আণুবীক্ষণিক প্রশ্নে’ গুচ্ছ ভর্তি পরীক্ষা, অসন্তোষ শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা জান্নাতুল ফেরদৌস (জ্যোতি) বলেন, আগে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রিয়াদের পরিবার। শৃঙ্খলার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার এক ঘণ্টা আগে থেকে বহিরাগত যান প্রবেশ চলাচল বন্ধ ছিল। তাদের টিম স্ট্রেচারে করে তাকে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। 

চলাচলের কষ্টের বিষয়ে রিয়াদ বলেন, কষ্ট হচ্ছে। তবে এটা মেনে নিয়েছি। চান্স পেলে এটি আর মনে থাকবে না।


সর্বশেষ সংবাদ