চবিতে এবার আসনপ্রতি ভর্তিচ্ছু ৫২ জন, ইউনিটে কতজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শেষ হয়েছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে। এবার অতীতের সব রেকর্ড ভেঙে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসাবে এবার আসনপ্রতি লড়াই হবে ৫২ জনের।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা। এবার ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ১ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৮৩ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৬৮ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৬ জন। 

‘সি’ ইউনিটে ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য লড়াই হবে ২৯ জনের। ‘ডি’ ইউনিটে ৯৫৮টি আসনের বিপরীতে ৫৯ হাজার ৯০৬ জন আবেদন করেছেন। ৬২ জন লড়বেন প্রতি আসনের বিপরীতে।

এছাড়া দু’টি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৭৬৩টি। প্রতি আসনের বিপরীতে থাকছেন ২২ জন। ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ৩ হাজার ১৪৬ জন প্রার্থী রয়েছেন। আসনপ্রতি লড়বেন ১০৪ জন।

২০২২-২৩ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ২ লাখ ৫৬টি। গত বছর আসন প্রতি লড়াই করেছিলেন ৪০ জন শিক্ষার্থী। এবার ৫৬ হাজার আবেদন বেশি হওয়ায় আসনপ্রতি ১২ জন বেড়ে ৫২ জন ভর্তির প্রতিযোগিতায় থাকছেন।

আরো পড়ুন: ভারতের শিক্ষাব্যবস্থার করুণ দশা, ইংরেজি-অঙ্কে জ্ঞান নেই অর্ধেক শিক্ষার্থীর

এবারের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে।

এবার চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। তবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।


সর্বশেষ সংবাদ