চবি ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কত আবেদন পড়ল

১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
চবি ভর্তি পরীক্ষা

চবি ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন দুই লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত  আবেদন করেছে ২ লাখ ৮ হাজার ৫৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আবেদন শেষ হবে আগামী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)। 

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় আবেদন, যা চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদনপত্র সংশোধনের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। এই ইউনিটটিতে এখন পর্যন্ত আবেদন করেছেন ৮৯ হাজার ৭১২ জন শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ‘বি’ ইউনিটে ৫৪ হাজার ৯৫১, ‘বি’-১, উপ- ইউনিটে ১ হাজার ২৮৪, ‘সি’তে, ১৩ হাজার ৭২৫, ‘ডি’ ইউনিটে ৪৭ হাজার ৫২৪ এবং ‘ডি’-১ উপ- ইউনিটে ১ হাজার ৩৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সিলেবাসে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ নম্বর থাকবে। এছাড়াও এবার সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা একই প্রশ্নে পরীক্ষা দেবে এই ইউনিটে। এতে করে শিক্ষার্থীরা দক্ষতার সাথে নিজেদের যাচাই করতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এবারের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার জন্য শর্তসাপেক্ষে সুযোগ রাখা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে সর্বোচ্চ ২০ নম্বর যোগ হবে। তবে দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে কাটা পড়বে ৫ নম্বর। এবার ফি বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রথমবারের মতো এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে চাইলেই এ দুই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। সীমিত সংখ্যক শিক্ষার্থীকে এ সুযোগ দেওয়া হবে। যিনি আগে আবেদন সম্পন্ন করবেন, তার পছন্দক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে তার কেন্দ্র আগে নির্ধারণ করা হবে।

২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, আবেদনের সময় বাকি আর দুই দিন। আজকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। 

গতবারের ধারাবাহিকতায় এই বছর আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াতে ভর্তি পরীক্ষায় ডিন’সদের কোর কমিটি সিদ্ধান্ত নিতে হয়। তবে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখন পর্যন্ত কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। কমিটির সিদ্ধান্তেই আবেদনের সময়সীমা আরও বাড়ানো হবে।

ট্রাক আটকে চাঁদা দাবি যুবদল নেতার
  • ৩০ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুডে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
শিক্ষা সংস্কার কমিশন-শিক্ষকদের পৃথক বেতনসহ এনসিপির ৩৬ দফা ই…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ককে সব পদ থেকে বহিষ্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
১৩ কেন্দ্রে জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে চাকরি, পদ ৯, চলছে আবেদন
  • ৩০ জানুয়ারি ২০২৬