গুচ্ছে আবেদন কমেছে ৫৭ হাজার, বেশি বিজ্ঞানে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা   © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে তিন লাখ তিন হাজার ২৩১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞানে। তবে গত বছরের তুলনায় এবার ভর্তিচ্ছু শিক্ষার্থী কমেছে। গতবারের তুলনায় আবেদন কমেছে প্রায় ১৯ শতাংশ।

সোমবার (১ এপ্রিল) সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য্য জানান, বিজ্ঞান শাখার বিষয়গুলোর ‘এ’ ইউনিটে সর্বোচ্চ এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন আবেদন করেছেন। এ ছাড়া মানবিক শাখার ইউনিট ‘বি’-তে ৯৬ হাজার ৪৩৫ জন ও বাণিজ্য শাখার ইউনিট ‘সি’-তে আবেদন করেছেন ৩৯ হাজার ৮৬৫ জন।

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদন করেছিল তিন লাখ ৬০ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৯৪ হাজার ৮৪১ জন, ‘বি’ ইউনিটে এক লাখ সাত হাজার ৯৩৩ জন ও ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ৫৭ হাজার ৬৩২ জন। গত বছরের তুলনায় এবার আবেদন পড়েছে ৫৭ হাজার ১৭৫ জন ভর্তিচ্ছু।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ এপ্রিল ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে আবেদন শুরু হয়। অনলাইন আবেদন শেষে আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, গুচ্ছ ভর্তি কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। এ বছর যেন সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়, সে জন্য কাজ চলছে।

প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০ পেতে হবে। ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা অনুযায়ী পছন্দ করা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়  হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


সর্বশেষ সংবাদ