‘সেকেন্ড টাইম’ ভর্তির সুযোগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা জীবনব্যাপী শিক্ষা চালু করতে চাই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বয়স বেধে দেওয়া একেবারেই উপযুক্ত নয়।

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্যা ডেইলি ক্যাম্পাসের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা বয়সের বাধা তুলে নেওয়ার আহবান জানিয়েছিলাম। আমাদের সেই আহবানে সাড়া দিয়ে অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে বয়সের বাধা তুলে দিয়েছে। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো সেই আহবানে সাড়া দেয়নি। তারা গুচ্ছতেও আসেনি।

শিক্ষামন্ত্রীর বক্তব্যের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডা. দীপু মনি বলেন, যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো বয়সের বাধা তুলে দেয়নি, তারাও হয়তো এক সময় আমাদের আহবানে সাড়া দেবে। এই বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়। তাদের আধুনিক মন মানসিকতায় ফিরতে হয়ত কিছুটা সময় লাগছে। 

মন্ত্রী বলেন, আমাদের যত অর্জন সবকিছুর সাথেই এই বিশ্ববিদ্যালয়গুলো জড়িত। কাজেই এই বিশ্ববিদ্যালয়গুলোর জাতির প্রতি একটি দায়িত্ব রয়েছে। আমরা আশা করছি পুরোনো এই বিশ্ববিদ্যালয়গুলোও বিশ্বের সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বয়সের বাধা তুলে নেবেন।

পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভা…
  • ২৯ জানুয়ারি ২০২৬