এইচএসসিতে ফেনী কলেজে পাশের হার ৯৮.৫৬ শতাংশ, জিপিএ-৫ ৬৪৭
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ০৬ মার্চ ২০২২, ০৮:২৫ PM
এইচএসসি পরীক্ষা-২০২১ এ ফেনী কলেজে পাশের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ । জিপিএ-৫ পেয়েছেন ৬৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৯২ জন, মানবিক বিভাগের ১০৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৭৯ জন শিক্ষার্থী রয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কলেজটিতে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩৮৬ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৩৬৬ জন, অকৃতকার্য হয়েছেন ২০জন।
কলেজ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৫১৬ জন যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৯২ জন, অকৃতকার্য হয়েছেন ১৭ জন শিক্ষার্থী। মানবিক বিভাগে ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৩জন, অকৃতকার্য হয়েছেন ১৩ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৭৯ জন, অকৃতকার্য হয়েছেন ১২ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া যৌক্তিক: শিক্ষামন্ত্রী
ফলাফলে খুশি হয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল বলেন, ফেনী কলেজের ইতিহাসে এটি সবচেয়ে সেরা রেজাল্ট। আমি মনে করি এটি মুজিব শতবর্ষের উপহার। গতবছরের তুলনায় এ বছর পাশের হার এবং জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।আমাদের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেস্টা এবং পরিশ্রমের ফলে এ ফলাফল অর্জিত হয়েছে। এ ক্যাম্পাসের শিক্ষার পরিবশে অত্যন্ত সুন্দর। আমরা চেস্টা করি শিক্ষার্থীদেরকে অত্যন্ত যত্নসহকারে শিক্ষা দিতে। জেলার শ্রেষ্ঠা বিদ্যাপীঠ, শতবর্ষী এই কলেজের উন্নয়নের ধারা সামনেও যেন অব্যাহত থাকে সেই প্রচেস্টা আমরা চালিয়ে যাবো।
এছাড়াও ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে ৯৭.৮৭ শতাংশ, মহিপাল সরকারি কলেজ ৯৭.৯২ শতাংশ, জয়নাল হাজারী কলেজ ৯৭.৫০ শতাংশ, শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ ৯৮.৩৩ শতাংশ, ফেনী ন্যাশনাল কলেজ ৯৩.৬৩ শতাংশ, রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ৯২.৩১শতাংশ, ফেনী সিটি কলেজ ৯১.৯০ শতাংশ, ফেনী ভিক্টোরিয়া কলেজ ৮৯.২৩ শতাংশ, বীকন মডেল কলেজ ৮৬.৯৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।