সিলেট বোর্ডে এইচএসসি নিরীক্ষণে পাচঁজনের জিপিএ-৫, তালিকা দেখুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ PM
সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ২৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫ জন পরীক্ষার্থী।
জানা গেছে, গত ২৬ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
ফল দেখুন: এখানে
গত ২৬ নভেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের ১ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার এ বোর্ডের ৭১ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।