দাখিলের ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৫:৪৬ PM
দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজ শুরু হচ্ছে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন। এ আবেদন কার্যক্রম চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে RSC <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, অর্থাৎ MAD লিখে <Space> রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে Send করতে হবে 16222 নম্বরে। উদাহরণ, RSC <Space> MAD <Space> রোল নম্বর (যেমন- 373631 ) <Space> দিয়ে Subject Code (যেমন কুরআন মাজিদ ও তাজভিদ- 101 ইসলামের ইতিহাস- 109 ) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
অপেক্ষা করুন ফিরতি মেসেজের জন্য, ফিরতি মেসেজে পরীক্ষার নাম, বিষয় কোড, আবেদনের ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি Pin Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে পুনরায় মেসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> Pin Number <Space> Contact Number (যে মোবাইল নম্বরের মাধ্যমে ফলাফল জানতে চান) লিখে Send করুন 16222 নম্বরে।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। যেমন কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ ও ইসলামের ইতিহাস এ ৩ (তিন) বিষয়ের জন্য টেলিটক (প্রি-পেইড) মোবাইলের মেসেজে অপশনে গিয়ে RSC <Space> MAD <Space> Roll Number <Space> 101,109 লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
একপত্র বিশিষ্ট বিষয়ের জন্য ১৫০ টাকা, দুইপত্র বিশিষ্ট বিষয়ের জন্য ৩০০ টাকা এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে। দুইপত্র বিশিষ্ট বিষয়- কুরআন ও হাদিস শরিফ কোড 101 লিখতে হবে।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য কোনো ব্যাংক ড্রাফট করতে হবে না এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোনো প্রকার আবেদন ফরম সরবরাহ করা হবে না।