এসএসসি পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে দুই শিক্ষককে অব্যাহতি
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে গাফিলতির অভিযোগে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষকদের দায়িত্বে অবহেলা পান। তাৎক্ষণিক দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, রসায়ন বিষয়ের পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। আর এক ঘণ্টা পেরোতেই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদিও এখন্ও অব্যাহতি পাওয়া শিক্ষকদের নাম ও বিদ্যালয়ের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি জারি পিএসসির
চলতি বছর ইসলামপুর উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৪ হাজার ২২৭ জন শিক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষাজ দিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ এবং ভোকেশনালে ৫৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয়ে কাজ করছে।
ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, কোনো ধরনের গাফিলতি কিংবা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।