মায়ের জন্মদির উযাপন উর্বশীর © সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। কখনও বিতর্কিত পোস্ট, কখনও ব্যতিক্রমী পোশাক সবকিছুতেই নজর কাড়তে সিদ্ধহস্ত তিনি। এবার মায়ের জন্মদিন উপলক্ষে সোনা দিয়ে তৈরি তিনতলা কেক কেটে নতুন করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী।
বছরের প্রথম দিন ছিল উর্বশী রৌতেলার মায়ের জন্মদিন। এ উপলক্ষে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে জন্মদিন উদযাপন করেন তিনি। জন্মদিনের সেই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই শুরু হয় আলোচনা-সমালোচনা।
ভিডিওতে দেখা যায়, তিনতলা কেকের ওপরে রয়েছে ২৪ ক্যারেটের সোনা দিয়ে তৈরি একটি মুকুট। পোস্ট করে উর্বশী লেখেন, ‘বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদযাপন করলাম। সঙ্গে ২৪ ক্যারেটের সোনার মুকুট।’
এর আগেও নিজের জন্মদিনে সোনার কেক কেটে সমালোচনার মুখে পড়েছিলেন উর্বশী। এবার মায়ের জন্মদিনে সোনার মুকুট দেওয়া কেক কাটায় ফের নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
একজন মন্তব্য করেছেন, ‘মীরা রৌতেলা বিশ্বের প্রথম মা, যার মেয়ে সোনার কেক কাটিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘উর্বশী, মুখে ফিলার এত বেশি কেন?’