ধর্ষণ কোনো কনটেন্ট নয়: বাঁধন

আজমেরী হক বাঁধন
আজমেরী হক বাঁধন  © সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, ‘ধর্ষণ কোনো কনটেন্ট নয়। ত্রাস, ভয় আর ট্রমা কোনো নাটক নয় যারা ধর্ষণের মতো ভয়াবহ বিষয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারাও অপরাধী।’ রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি। 

ওই পোস্টে তিনি লেখেন,  ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ। কিন্তু এই দেশে এটা অনেক দিন ধরেই যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। মানুষ তখনই কথা বলে, যখন কোনো ভয়ংকর ঘটনা ভাইরাল হয়। তখন হঠাৎ সবাই ক্ষুব্ধ হয়ে ওঠে। কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য। তারপর আবারও সবাই নিজের মতো চলতে থাকে।

কারণ হিসেবে তিনি লেখেন,  প্রতিদিনই আসে নতুন কোনো নাটক, নতুন কোনো কেলেঙ্কারি। আর একজন নারীর যন্ত্রণাও হয়ে যায় সেই বিনোদনেরই একটা অংশ। কেন এটা এতটা স্বাভাবিক হয়ে গেছে? কেন আমরা ধর্ষণকে একটি সংবাদ হিসেবে দেখি, সংকট হিসেবে নয়?

তিনি আরও লেখেন,  ভয়াবহ ব্যাপার হলো—কেউ কেউ এই অপরাধের ভিডিও করে, তা শেয়ার করে, ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় বিনোদনের মতো করে। তারা নির্দোষ নয়। তারা এই অপরাধের অংশীদার। তাদেরও শাস্তি হওয়া উচিত।

সবশেষ তিনি লেখেন, আমি গভীরভাবে মর্মাহত। আমি রাগান্বিত। আর হ্যাঁ—আমি ভয় পাচ্ছি। কারণ আমি একজন নারী, এবং আমি নিজেকে নিরাপদ মনে করি না। না বাস্তব জীবনে, না অনলাইনে। এভাবে চলতে পারে না। 

প্রসঙ্গত, শনিবার (২৮ জুন) কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে। 


সর্বশেষ সংবাদ