ভারত-পাকিস্তানকে যুদ্ধের প্রান্ত থেকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

০৬ মে ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
আন্তোনিও গুতেরেস

আন্তোনিও গুতেরেস © সংগৃহীত

পাকিস্তান ও ভারতকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। এ সময় দেশ দুটিকে যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার কথাও বলেন জাতিসংঘ মহাসচিব। মঙ্গলবার (৬ মে) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

গুতেরেস সতর্ক করে বলেন, ‘বিশেষ করে এই সংকটময় মুহূর্তে, এমন একটি সামরিক সংঘাত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন সর্বোচ্চ সংযম এবং বিপদের ধার থেকে সরে আসার সময়।’
 
এর আগে গত সোমবার ভারত-পাকিস্তানের চলমান অচলাবস্থা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে টেলিফোনে কথা বলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো কথা বললেন এই দুই নেতা।
 
প্রধানমন্ত্রী শেহবাজ জাতিসংঘ মহাসচিবের যোগাযোগ প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভারতের সাথে উত্তেজনা কমানোর জন্য তার আহ্বান এবং যেকোনো সংঘর্ষ এড়াতে তার প্রয়োজনীয়তাকে স্বাগত জানান।

এ সময় পহেলগাম হামলার স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন শেহবাজ। উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখনও কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি এবং দাবি করেন ভারত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে।

এর আগে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগাম হামলার সাথে সীমান্তের ওপারের যোগাযোগের অভিযোগ তোলে ভারত। পহেলগামে গুলি করে ২৬ জন পর্যটককে হত্যা করার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সংকট বেড়েই চলেছে।

বাংলাদেশের ‘অকৃত্রিম বন্ধু’ মার্ক টালি মারা গেছেন
  • ২৫ জানুয়ারি ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ৩৫ সদস্য
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে সেই জামায়াত নেতার কুশপুত্তলিক দাহ করবে শিক্ষার্থীরা
  • ২৫ জানুয়ারি ২০২৬
এবার ঢাবির মাঠে কিশোরদের কান ধরে উঠবস করালেন সর্বমিত্র চাকম…
  • ২৫ জানুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালেন এনটি…
  • ২৫ জানুয়ারি ২০২৬