সীমান্তে উত্তেজনার মাঝে ভারতের সামরিক শক্তি বাড়াতে কী পাঠাচ্ছে আমেরিকা?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ মে ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
পহেলগাঁওতে হামলার পর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমেই তলানিতে যেতে শুরু করেছে। এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জঙ্গিদের যাতে একেবারে নিশ্চিহ্ন করা হয়, সেই ব্যবস্থা করা হবে। এর পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে তীব্র বক্তব্য দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আমেরিকা ভারতকে সাহায্য করার জন্য একটি বড় ঘোষণা দিয়েছে।
ট্রাম্প প্রশাসন ভারতের জন্য ‘ক্রিটিক্যাল আর্মি হার্ডওয়্যার’ (গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম) এবং ‘লজিস্টিক সাপোর্ট অ্যাসেট’ (সহায়তাকারী উপকরণ) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, ভারতের সামরিক শক্তি বাড়াতে অনেক ধরনের সহায়তাকারী সামগ্রী আমেরিকা থেকে আসবে। এই সামগ্রীগুলির মোট দাম হবে ১৩১ মিলিয়ন ডলার।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এই সরবরাহের জন্য অনুমোদন দিয়েছে। অনেকদিন ধরে আমেরিকা চেয়েছিল যে, ভারত তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনুক, আর এবার তা বাস্তবায়িত হচ্ছে। এই পদক্ষেপটি 'ইন্ডো-পেসিফিক মেরিটাইম ডোমন অ্যাওয়ারনেস' (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ-নিরাপত্তা মনিটরিং) কার্যক্রমের অংশ হিসেবে করা হচ্ছে, যা ভারত-আমেরিকা সম্পর্কের আরও উন্নতি ঘটাবে।
কোন কোন সামগ্রী কেনার জন্য অনুরোধ ছিল ভারতের?
আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, ভারত তাদের কাছে কিছু প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি ও সফটওয়্যার কেনার অনুরোধ করেছে। এর মধ্যে আছে – ‘সি ভিশন সফটওয়্যার’, ‘রিমোট সফটওয়্যার’, এবং ‘অ্যানালিটিক সাপোর্ট’।
ভারত চায় এসব প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও (ডকুমেন্টেশন) যেন সরবরাহ করা হয়। এছাড়াও আরও কিছু সামগ্রী পাঠানোর অনুরোধ করেছে ভারত। যদিও ভারতের সরকার এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।
আমেরিকার মতে, এই সরঞ্জাম বিক্রির মাধ্যমে ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে। দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে ভারত গুরুত্বপূর্ণ একটি শক্তি। তাই ভারতের নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ আমেরিকার বিদেশ নীতি ও জাতীয় স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
সূত্র: হিন্দুস্থান টাইমস, বাংলা।