কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান

  © সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে সম্প্রতি প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এ প্রেক্ষাপটে পরিস্থিতি শান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ মার্কিন সাময়িকী নিউজউইক-এ দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অপরদিকে, পাকিস্তানের বেসামরিক ও সামরিক নেতৃত্ব এ অভিযোগ প্রত্যাখ্যান করে একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বলেন, “বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের যে ভূমিকা রয়েছে, কাশ্মীর সংকট তার জন্য এক বড় চ্যালেঞ্জ। এখানে শুধু দুটি প্রতিবেশী দেশের বিরোধ নয়, এটি পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি বয়ে আনছে।”

তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই—তবে তা মর্যাদার সঙ্গে। সম্মানহীনভাবে বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে মৃত্যুকেও আমরা অগ্রাধিকার দিই।”

রাষ্ট্রদূতের মতে, বর্তমান পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি জটিল ও স্পর্শকাতর। তাই মার্কিন প্রশাসনের উচিত, দীর্ঘস্থায়ী ও টেকসই একটি শান্তি উদ্যোগ গ্রহণ করা, যাতে ভবিষ্যতে এ ধরনের উত্তেজনা আর না ফিরে আসে। কাশ্মীর সমস্যাকেই তিনি ভারত-পাকিস্তান বৈরিতার মূল উৎস হিসেবে উল্লেখ করেন।

এদিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, যেন ভারতকে আরও দায়িত্বশীল আচরণের জন্য চাপ প্রয়োগ করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, রুবিও দুই দেশকে সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানান।

অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে, পহেলগামের হামলা একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হতে পারে, যার উদ্দেশ্য পাকিস্তানকে দোষারোপ করা। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া পাকিস্তান বিমান বাহিনী জানিয়েছে, তারা যেকোনো আগ্রাসনের মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এদিন রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তানে তাদের সর্বাধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ ব্লক থ্রি-র একটি প্রদর্শনী ভিডিওও প্রকাশ করা হয়।

সীমান্ত পরিস্থিতির উত্তেজনার কারণে আজাদ কাশ্মীরের এক হাজারেরও বেশি মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence