ভারতে এক হাজারের বেশি বাংলাদেশি আটক

আটক বাংলাদেশিরা
আটক বাংলাদেশিরা  © সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে অনুপ্রবেশ ও ভুয়া নথি ব্যবহার করে বসবাসের অভিযোগে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করেছে রাজ্য পুলিশ।

ডেপুটি পুলিশ কমিশনার (এসওজি) রাজদীপ সিং নাকুম জানিয়েছেন, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি-হিউম্যান ট্রাফিকিং ইউনিট (এএইচটিইউ) যৌথভাবে অভিযান পরিচালনা করে।

রাতভর অভিযান চালিয়ে সুরাট শহর থেকে অন্তত ১৩৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। নাকুম জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জাল নথিপত্রের মাধ্যমে বসবাস করছিলেন। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এছাড়া আহমেদাবাদের চান্দোলা এলাকাতেও বড় ধরনের অভিযান পরিচালিত হয়। যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) শরদ সিঙ্ঘল জানান, সেখানে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ৮৯০ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজির নির্দেশে এ অভিযান চালানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের এপ্রিল থেকে দু'টি আলাদা এফআইআরের মাধ্যমে ১২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল এবং এর মধ্যে ৭৭ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অবৈধভাবে বসবাসকারী সব বিদেশির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির রাজ্য সরকারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!