রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভূমিকম্প
ভূমিকম্প  © টিডিসি ফটো

রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বিশাল এলাকা। বুধবার (৩০ জুলাই) ভোরে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে রিখটার স্কেলে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কা উপকূলে সুনামির সতর্কতা জারি করে। একইসঙ্গে জাপানের আবহাওয়া সংস্থাও এক মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে।

রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হতাহতের খবর এখনো না মিললেও একটি কিন্ডারগার্টেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অন্যদিকে সাখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানিয়েছেন, উপদ্বীপের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগ সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের ফলে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

এর আগে ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তখনও একাধিক সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।


সর্বশেষ সংবাদ