জাবিতে ছাত্রদলের বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রদর্শনী 

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন ‘ছবি চত্বর’-এ প্রদর্শনীর আয়োজন করা হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন ‘ছবি চত্বর’-এ প্রদর্শনীর আয়োজন করা হয় © টিডিসি

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রদর্শনীর মাধ্যমে দলটির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ক্যাম্পাসে উপস্থাপন করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ‘ছবি চত্বর’-এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

শাখা ছাত্রদল নেতা নবীনূর রহমান নবীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন কাজ করছে। সেগুলো প্রচার ও বাস্তবায়নের জন্য এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষ সহজে, সাশ্রয়ী মূল্যে এবং দুর্নীতিমুক্ত পরিবেশে সকলসেবা গ্রহণ করতে পারবে।

শাখা‌ ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপস্থাপনের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা প্রদর্শনীর আয়োজন করেছি। এর মাধ্যমে ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদেশ থেকে আগত শিক্ষার্থী ও অবিভাবকরা বিএনপির দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা পাবেন।’

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫