ওসমান হাদির মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় উপাচার্য বলেন, আততায়ীর গুলিতে ওসমান হাদির এ প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে যে ক্ষতি হলো, তা অপূরণীয়।  আধিপত্যবাদ ও আগ্রাসন শক্তির বিরোধী ওসমান হাদির রাজনৈতিক দর্শন দেশবাসীকে আন্দোলিত করেছিল। উপাচার্য বলেন, ওসমান হাদি একটি স্বপ্নের নাম। স্বপ্নের মৃত্যু নেই। বিপ্লবীদের মৃত্যু নেই। কারণ, বিপ্লবীরা স্বপ্নদ্রষ্টা।

স্বদেশবাসী ও বিশ্বমানবের উজ্জ্বল জীবনের স্বপ্ন বাস্তব করে তুলতে তাঁরা জীবন উৎসর্গ করেন। স্বপ্নদ্রষ্টা ওসমান হাদির এটা শুধু প্রস্থান মাত্র। তাঁর কর্ম, স্বদেশ চিন্তা এবং মূল্যবোধ অম্লান হয়ে থাকবে। উপাচার্য তাঁর শোক বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

উপাচার্য ওসমান হাদির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। উপাচার্য জানান, ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামীকাল শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং  একইসঙ্গে শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের মসজিদসমূহে শহিদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন, অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫