‘অসুস্থতা ও হতাশা’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর ‘আত্মহত্যা’

২৯ মে ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১২:৩৩ AM
নিশাত পুতুল

নিশাত পুতুল © টিডিসি সম্পাদিত

নিশাত পুতুল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি অসুস্থতা ও হতাশাগ্রস্ত ছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানী ঢাকার বনানীতে এ ঘটনা ঘটেছে। মৃত নিশাত পুতুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়।

পরিবার সূত্রে জানা গেছে, নিশাত পুতুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। অসুস্থতার জন্য কিছুদিন আগেই সেই চাকরি ছেড়ে দেন। এরই মধ্যে তার মানসিক সমস্যার চিকিৎসা চলছিল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভাইয়ের বাসায় তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করলে তার মৃতদেহ পায় স্বজনরা।

এদিকে, আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মরদেহ ময়না তদন্ত করে মরদেহ তার বাড়ি মেহেরপুর জেলা সদরে স্টেডিয়াম পাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

পুতুলের আত্মহত্যার বিষয়ে ঢাবির সাবেক ছাত্র মীর লোকমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার দেখা হাসিখুশি, প্রাণোচ্ছল মেয়েদের একজন তিনি। সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমেও আগ্রহ ছিল তার। অনেকদিন ধরে যোগাযোগ নেই। দূর প্রবাস থেকে খবর পেলাম মেয়েটি আত্মহত্যা করেছে। ঘটনাটা ভীষণ পীড়া দিল। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার ঘটনা বেড়ে যাচ্ছে। তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি। মানসিক স্বাস্থ্যের বিষয়ে অভিভাবক এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের যথাযোগ্য ভূমিকা রাখা উচিত বলে মনে করি।

মানসুরা আলম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার এক সহপাঠী ফেসবুকে লিখেছেন, ফুটফুটে একটা মেয়ে ছিল পুতুল। কত সুন্দর, স্নিগ্ধ। কত স্মৃতি ওর সাথে! বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল পুতুল। শুনলাম তিনি আর আমাদের মধ্যে নেই। পৃথিবী ছেড়ে চলে গেছে।

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫