গাঁজাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে ‘বহিষ্কার’

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ AM
গ্রেপ্তার ছাত্রদল নেতা

গ্রেপ্তার ছাত্রদল নেতা © সংগৃহীত

গাঁজাসহ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহিদ হোসেন সাগরের গ্রেপ্তারের ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলার অধীনফেনী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল আবেদীন সাগর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকায় তার সাংগঠনিক পদ সাংগঠনিক সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হল। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা নিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহিদ হোসেন সাগরসহ (২৬) চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

হাদি হত্যার পর এই প্রথম প্রকাশ্যে গুলি চালানো ফয়সাল করিম মা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে সিগারেট বিক্রি করলেই জরিমানা, টাকার…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতে ত্বকের রুক্ষতা দূর করবে বডি বাটার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন: হাসান ম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীর মরদেহ উদ্ধার থেকে গুচ্ছ ভর্তিতে প্রতারণা— বছরজু…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রস্তুত, প্রকাশের সম্ভা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫