জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ২০ নভেম্বর

০৫ নভেম্বর ২০২৫, ০১:১৫ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল ৪টায় ফল প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— NU ATDG Application ID, এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে ফলাফল দেখা যাবে।

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। পরে ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা হারে সংশ্লিষ্ট কলেজে (মোবাইল ব্যাংকিং বা সরাসরি) জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। এরপর ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে কলেজগুলো রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাব নম্বরে জমা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া কোনো শিক্ষার্থী যদি আগেই স্নাতক (সম্মান) বা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে থাকে, তবে ১২ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হিসেবে তার বর্তমান ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল হবে।

এ ছাড়া কোর্স পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের সময় ‘Yes’ অপশন সিলেক্ট করলে মেধা এবং আসন শূন্যতার ভিত্তিতে কোর্স পরিবর্তনের সুযোগ পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বর্ষ স্নাতক (পাস) কোর্সের ক্লাস শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫