জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে ১৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলো নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। ইনকোর্স পরীক্ষার জন্য ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে।

মূল্যায়ন শেষে উত্তরপত্র ও হাজিরা শীট সিলগালা করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র বা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে অথবা ডাকযোগে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। তবে ইনকোর্স নম্বর একবার ইনপুট দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার খাতা পৃথকভাবে প্যাকেট করে একসঙ্গে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। প্যাকেটের উপর লাল কালিতে বড় করে লিখতে হবে,  ‘২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষা’।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫