তিন দাবিতে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংবাদ সম্মেলন

১৪ মে ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
নারী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

নারী শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © টিডিসি

মুসলিম নারীদের ধর্মীয় বিধান পালন ও মৌলিক অধিকারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নারী শিক্ষার্থীরা। 

আজ বুধবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় একাডেমিক ভবনের সামনে অর্ধশতাধিক নারী শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নারী শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরেন।

পরে সংবাদ সম্মেলনে নারী শিক্ষার্থীরা বলেন, ‘পর্দা ও ধর্মীয় পরিধানের অধিকার ক্লাস, প্রেজেন্টেশন, পরীক্ষা, ভাইভা বা অন্য কোনো প্রশাসনিক প্রক্রিয়ায় নারী শিক্ষার্থীদের নিকাব বা বোরকা খুলতে বাধ্য না করা। এটি সরাসরি তাদের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত মর্যাদার ওপর হস্তক্ষেপের শামিল। প্রয়োজনে আলাদা রুমে নারী কর্তৃক পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে যদি পরিচয় যাচাইয়ের জন্য চেহারা শনাক্ত আবশ্যক হয়, তাহলে তা অবশ্যই একজন নারী শিক্ষক বা নারী কর্মচারীর মাধ্যমে সম্পন্ন করতে হবে, যাতে ধর্মীয় বিধান রক্ষা পায়।’

আরও পড়ুন: চবির ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

তারা বলেন, একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিষ্কার ও যথাযথভাবে পৃথক নামাজের কক্ষ ও ওষুর সুপরিকল্পিত ব্যবস্থা করতে হবে, যাতে ক্লাস বিরতির সময় নামাজ আদায়ে কোনো বাধ্য না থাকে।

শিক্ষার্থী আরও বলেন, একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য প্রতিটি তলায় আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা এবং ক্যাম্পাস পরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য অন্তত ক্যাম্পাস থেকে শহর পর্যন্ত একটি নির্দিষ্ট বাসের ব্যবস্থা নিশ্চিত করা।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫