সারজিসের বিরুদ্ধে মানহানি মামলাটি ‘হাস্যকর’ : এনসিপি নেতা আলী নাছের

১২ আগস্ট ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৩ AM
অ্যাডভোকেট আলী নাছের খান

অ্যাডভোকেট আলী নাছের খান © টিডিসি ফটো

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে সামাজিক মাধ্যমে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলাটি দায়ের করেন। 

এই মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুরের স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট আলী নাছের খান। তিনি বলেন, ‘এ ধরনের মামলা সম্পূর্ণ হাস্যকর এবং রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত, মামলা করে নয়।’

তিনি আরও বলেন, সারজিস আলম তার বক্তব্যে বিএনপিকে সরাসরি আক্রমণ করেননি। বরং সারাদেশে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে ধরেছেন, যেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলী নাছের জানান, গাজীপুরে চাঁদাবাজি রোধে এনসিপি অভিযান চালাবে এবং সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে যেসব দুর্বৃত্ত জড়িত, তাদের পেছনে কারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, তা শিগগিরই প্রকাশ্যে আনা হবে।

আরও পড়ৃন: যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল—জাফরিনের বর্ণনা

তিনি আরও বলেন, ‘এই মামলা গাজীপুরের স্থানীয় রাজনীতিতে এনসিপির কোনো প্রভাব ফেলবে না বরং আমাদের জনপ্রিয়তা আরও বাড়বে।’

উল্লেখ্য, ৮ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন নিহত হন। তার আগের দিন, ৭ আগস্ট সাহাপাড়া এলাকায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেন হামলার শিকার হন। সারজিস আলম সামাজিক মাধ্যমে দাবি করেন, আনোয়ার হোসেনকে মারধর করেছে বিএনপির কর্মীরা, যা নিয়ে থানায় মামলা করা হয়েছে। 

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫