আ.লীগ নিষিদ্ধে জাবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

১০ মে ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধে আনন্দ মিছিল করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১০ মে) রাত ১২ টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে আনন্দ মিছিল করেন তারা।

সরেজমিনে দেখা যায়, রাতে আ.লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে ছাত্র হল থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করে গোবিন্দগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছায়। সেখানে তারা সরকার ও ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে 'ওয়ান, টু, থ্রি, ফোর, আওয়ামী লীগ নো মোর', 'আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না", "মুক্ত, মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত" সহ নানান স্লোগান দিতে থাকে তারা। মিছিল শেষে উপস্থিত ছাত্রদের মাঝে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য মুরসালিন ইসলাম ও মামুনুর রশীদ। 

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে জাতিকে বিপথে পরিচালনা করা ও জুলাই বিপ্লবে হত্যাকারী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সময়োপযোগী ও সুবিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন তারা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক লিটন আকন্দ বলেন, ‘আওয়ামী লীগকে সাময়িক নয়, পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। যেটা গণমানুষের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগের কবর রচিত করে ফ্যাসিবাদের বিলুপ্ত করতে চায় ছাত্র জনতা।’

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫