দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ

১৪ অক্টোবর ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪০ PM
জিরুনা ত্রিপুরা

জিরুনা ত্রিপুরা © সংগৃহীত

দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের প্রমাণ মেলায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তদন্তে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। এর ফলে তাঁকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো।

জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই পরিষদের ১৪ জন সদস্য তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান পরিষদের সদস্যদের অবমূল্যায়ন করেন, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির আশ্রয় নেন। এছাড়া শিক্ষক বদলি-বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে রেখে ঘুষ আদায়ের মতো গুরুতর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই জিরুনা ত্রিপুরাকে সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলো নিশ্চিত হলে মন্ত্রণালয় তাঁকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেয়।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫