শাকসুর তারিখ প্রত্যাখ্যান, ভিসি-প্রোভিসিকে অবরুদ্ধ করে বিক্ষোভ 

১৪ নভেম্বর ২০২৫, ১১:১৪ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৩ AM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষণা অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে প্রশাসনের ঘোষিত এ তারিখ প্রত্যাখান করে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবন-১ এ তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

এর আগে গতকাল সন্ধ্যায় শাকসু নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় হঠাৎ ‘অনিবার্য কারণ' দেখিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সম্মেলন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে তালা দেন শিক্ষার্থীরা। 

পরবর্তীতে মধ্যেরাতে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বিক্ষোভস্থলে পৌঁছে জানান, শুক্রবার নির্বাচন কমিশনের কাছে ৯ ও ১০ ডিসেম্বর, এই দুটি তারিখ প্রস্তাব করা হবে। কমিশন যেটিকে উপযুক্ত বলে মনে করবে, সেটিই চূড়ান্ত নির্বাচনের দিন হিসেবে নির্ধারিত হবে। উপাচার্যের আশ্বাসের পর তালা খুলে দেন শিক্ষার্থীরা। তবে আজ আবারও ১০ তারিখের পরিবর্তে ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ভবনে তালা দেন তারা। 

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, গতকাল ভিসি ও প্রো-ভিসি প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচন হবে ৯ বা ১০ তারিখ। কিন্তু আজ ছাত্রদলের সাথে মিটিং করে শীতকালীন ছুটির মধ্যে তারিখ ঘোষণা করেছে প্রশাসন। তারা একটি পক্ষকে খুশি করে শাকসু নির্বাচন বানচালের আয়োজন করছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ১০ তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ততক্ষণ আমরা ভিসি, প্রো-ভিসিকে অবরুদ্ধ করে রাখবো।

তবে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে উপাচার্য বলেন, আমরা দুই পক্ষের সাথে কথা বলে ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করছি। সব দিক বিবেচনা করে ১৭ ডিসেম্বর আমাদের জন্য উপযুক্ত সময়। আমরা আশা করছি সবাই শাকসু আয়োজনে সহযোগিতা করবে।

ট্যাগ: শাকসু
বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫