মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন, বিকট বিস্ফোরণে আতঙ্ক

০৯ নভেম্বর ২০২৫, ০২:৪৪ AM
একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন

একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, ‘রাত ১টার দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুন লাগার কিছুক্ষণ পরপর একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, গ্যারেজে থাকা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এসব শব্দ হতে পারে। আগুনে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। শাহজাহান হোসেন বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিষয়টি জানা যাবে।’

খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫